• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

রোহিঙ্গা সন্ত্রাসীদের হামলায় র‍্যাবের দুই সদস্য গুলিবিদ্ধ

আরটিভি অনলাইন ডেস্ক

  ৩০ ডিসেম্বর ২০১৯, ২১:৩২
ফাইল ছবি

রোহিঙ্গা সন্ত্রাসীদের হামলায় র‍্যাবের দুই সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে কক্সবাজারের টেকনাফ উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে ইয়াবাবিরোধী অভিযানে র‍্যাবের সদস্যরা। এ সময় রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে দুই র‍্যাব সদস্য আহত হন। গুলিবিদ্ধরা হলেন ইমরান ও শাহাব উদ্দিন।

জানা গেছে, রোহিঙ্গা ক্যাম্প থেকে ইয়াবা পাচার করা হচ্ছে এমন তথ্য পেয়ে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া মৌচনী শরণার্থী ক্যাম্পে অবস্থান নেয় র‍্যাব। এ সময় সশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসী দলের সদস্যরা র‍্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি চালিয়ে পাহাড়ের দিকে চলে যায়।

দ্রুত গুলিবিদ্ধ দুই র‍্যাব সদস্যকে উদ্ধার করে টেকনাফ মেরিন সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত ডাক্তার তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নতচিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।

রোহিঙ্গা সন্ত্রাসী হামলার কথা নিশ্চিত করেছেন কক্সবাজার র‍্যাব-১৫ এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের ইনচার্জ (এএসপি) শাহ আলম।

এম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রবাসীর স্ত্রীকে টার্গেট করে প্রতারণা, হাতিয়ে নেন লাখ লাখ টাকা
ডিএসসিসির ময়লার গাড়িচাপায় কিশোর নিহত
২৬ এপ্রিল : ইতিহাসে আজকের এই দিনে
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৬ এপ্রিল)
X
Fresh