• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

জনশক্তি অফিসে ভাংচুর, আটক ৪

ফেনী প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ৩০ ডিসেম্বর ২০১৯, ০৯:০৯
আটক হামলা আ.লীগ
ফাইল ছবি

ফেনী কর্মসংস্থান ও জনশক্তি অফিসে হামলা ও ভাংচুরের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

গতকাল রোববার বিকেলে শহরের মহিপাল এলাকার কর্মসংস্থান ও জনশক্তি অফিসে এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।

আটককৃত ব্যক্তিরা হলেন, আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন দিদার, তার সহযোগী আনোয়ার হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য আশ্রাফ উল্লাহ রাসেল, সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন।

কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. নিজাম উদ্দিন জানান, বিকেলে জেলা আওয়ামী লীগের সদ্য বিদায়ী কমিটির উপ-দপ্তর সম্পাদক ও জেলা কাজী সমিতির সভাপতি মহিউদ্দিন দিদারসহ তার সহযোগীরা মিলে ভিয়েতনামের একটি ভ্রমণ ভিসার ফিঙ্গারপ্রিন্ট করে দিতে অফিসকে চাপ দেয়। কিন্তু এ অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তারা জনশক্তি ও কর্মসংস্থান অফিসে ভাংচুর ও হামলা চালায়। এ সময় জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক মো. নিজাম উদ্দিনকে শারীরিকভাবে লাঞ্ছিত করে তারা।পরে অফিসের লোকজন তাদের আটক করে পুলিশে খবর দেয়।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার আতাউর রহমান আরটিভি অনলাইনকে জানান, এ ঘটনায় কর্মসংস্থান ও জনশক্তি অফিসের পক্ষ থেকে আটক চারজনকে আসামি করে ফেনী মডেল থানায় মামলা হয়েছে।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হামলা ও ভাংচুরের সত্যতা পেয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানে বিস্ফোরণ: মার্কিন গণমাধ্যম বলছে ইসরায়েল হামলা করেছে
লোহাগড়ায় ১২ কেজি গাঁজাসহ দুজন আটক
ইসরায়েলি হামলার প্রতিশোধের বিষয়ে যা জানাল ইরান
২ টন কফি পাউডারসহ চালক-হেলপার আটক     
X
Fresh