• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

পটুয়াখালী প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৮ ডিসেম্বর ২০১৯, ১৩:৩৪
শীতবস্ত্র ব্যাংক পটুয়াখালী
ফাইল ছবি

পটুয়াখালীর কালাইয়ায় মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোগে শীতার্ত গরিব-দুঃস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার বেলা ১১টার দিকে কালাইয়া সাহেদা-গফুর ইব্রাহীম জেনারেল হাসপাতাল চত্বরে গরিব-দুঃস্থদের হাতে শীতবস্ত্র তুলে দেন মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক এএসএম ফিরোজ আলম।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মার্কেন্টাইল ব্যাংকের বরিশাল শাখার শাখা প্রধান গোলাম মাওলা, পটুয়াখালী শাখার শাখা প্রধান মাসুদুর রহমান, কালাইয়া শাখার শাখা প্রধান মওদুদ আহমেদ, ঝালকাঠি শাখার শাখা প্রধান মো. মোসলেহ উদ্দিন, কলাপাড়া শাখার শাখা প্রধান আশিকুল ইসলাম ও মঠবাড়িয়া শাখার শাখা প্রধান মো. ফারুক শিকদার।

ব্যাংক কর্তৃপক্ষ জানায়, পটুয়াখালীর এই উপকূলীয় এলাকার গরিব ও দুঃস্থদের মধ্যে পাঁচ হাজার কম্বল, দুই হাজার ২০০ চাদর বিতরণ করা হয়।

এছাড়া এ অঞ্চলের ২৩টি হাফিজিয়া ও এতিমখানা এবং ১৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক এএসএম ফিরোজ আলম আরটিভি অনলাইনকে বলেন, মার্কেন্টাইল ব্যাংক ব্যাংকিংয়ের পাশাপাশি মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে শীতার্ত গরীব-দুঃস্থ মানুষের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিল্পপতির সংসার ছাড়তে গরিবের মেয়ের সংবাদ সম্মেলন
সরকারি ৪৪ চালের বস্তা জব্দ, এতিমখানা-মাদরাসায় বিতরণ
সেনবাগে মানব সেবা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
শীতবস্ত্র দিতে এসে নেতাদের একহাত নিলেন কাদের
X
Fresh