• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১১ মামলার আসামি নিহত

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৭ ডিসেম্বর ২০১৯, ১৪:৩৭
বন্দুকযুদ্ধ নিহত আসামি
ফাইল ছবি

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলার পূর্ব নাটেশ্বর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের আবদুল্লাপুর গ্রামের বদ্ধবাড়ির কাঁচা রাস্তার ওপর এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মোখলেছুর রহমান সুবিল্লা। তিনি বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ইসহাক মিয়ার ছেলে।

এ সময় পুলিশের দুই কনস্টেবল আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, তিন রাউন্ড কার্তুজ ও চারটি রামদা উদ্ধার করা হয়েছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ আরটিভি অনলাইনকে জানান, রাতের ডিউটির সময় একটি ডাকাত দল পুলিশের মুখোমুখি হয়ে যায়। এরপর পুলিশকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে ডাকাত দল। পুলিশ পাল্টা গুলি চালালে ডাকাত সুবিল্লা ঘটনাস্থলেই নিহত হন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত ডাকাতের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাটোরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
বিমানবন্দরে প্রকৌশলী নিহত : সেই বাসচালক গ্রেপ্তার
বাসচাপায় বাবা-ছেলে নিহত, হাসপাতালে মা 
সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল নিহত
X
Fresh