• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

চলন্ত বাইকে বসে সেলফি তুলতে গিয়ে প্রাণ গেল যুবকের

গোপালগঞ্জ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৬ ডিসেম্বর ২০১৯, ১৬:৪২
গোপালগঞ্জ সড়ক দুর্ঘটনা
ফাইল ছবি

গোপালগঞ্জে চলন্ত মোটরসাইকেলে বসে সেলফি তুলতে গিয়ে অমিত শেখ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার রাতে গোপালগঞ্জ-সিলনা সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত অমিত ওই গ্রামের কুদ্দুস শেখের ছেলে।

রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্রীবাস বিশ্বাস আরটিভি অনলাইনকে জানান, বুধবার বিকেলে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন অমিত।পথে রঘুনাথপুর এলাকায় চলন্ত মোটরসাইকেলে সেলফি তুলতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতে অমিতকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

অন্যদিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গ্যাড়াখোলা নামক স্থানে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক রাজন শেখ (২৫) নিহত হয়েছেন। নিহত রাজন বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার কাহালপুর গ্রামের কামরুল শেখের ছেলে।

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান আরটিভি অনলাইনকে জানান, বুধবার দিনগত রাত দুইটার দিকে চালক ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পারে রাস্তার পার্শ্ববর্তী গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা লেগে ড্রাইভার ঘটনাস্থলেই নিহত হন। আজ বৃহস্পতিবার দুপুরে ড্রাইভারের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈশ্বরদীতে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ২০
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩
নিরাপত্তা প্রাচীর ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
ফরিদপুরে মন্দিরে অগ্নিকাণ্ডে এলাকা রণক্ষেত্র, ২ ভাই নিহত
X
Fresh