• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

নওগাঁয় তাপমাত্রা ৭.৪ ডিগ্রি সেলসিয়াস

নওগাঁ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৫ ডিসেম্বর ২০১৯, ১৩:২৪
শীত তীব্র তাপমাত্রা
ছবি: সংগৃহীত

নওগাঁয় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে বদলগাছী আবহাওয়া অধিদপ্তর। বুধবার সকাল ছয়টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৭.৪ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ১০.৬ ডিগ্রি সেলসিয়াস। বদলগাছী আবহাওয়া অধিদপ্তর কর্মকর্তা হামিদুল হক আরটিভি অনলাইনকে জানান, গেল কয়েক দিনের তুলনায় আজ তাপমাত্রা নিম্নমুখী। ভোরে নওগাঁয় এবারের শীতের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। তিনি আরও জানান, দিন যতো যাবে শীতের তীব্রতা আরও বৃদ্ধি পাবে।

এদিকে নওগাঁর সাধারণ মানুষের তীব্র শীতের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সব থেকে বেশি কষ্টে আছেন দিন আনা দিন খাওয়া মানুষগুলো। অতিরিক্ত শীতের কারণে তারা সঠিক সময়ে কাজে বেরুতে পারছেন না।

কুয়াশার কারণে দিনের বেলাতেও গাড়ির হেডলাইট জ্বালিয়ে রাস্তায় বের হচ্ছেন চালকরা। শীতের কারণে সব থেকে বেশি কষ্টে আছেন শিশু এবং বৃদ্ধরা। হাসপাতালগুলোতে ঠাণ্ডার কারণে শিশু ও বয়স্ক রোগীদের উপস্থিতি অনেকটা বেড়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি 
নওগাঁয় ভুয়া সিআইডি কর্মকর্তা গ্রেপ্তার 
গরমে ঘন ঘন হিট ক্র্যাম্প, যাদের ঝুঁকি বেশি 
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ৭ ডিগ্রি
X
Fresh