• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

দোকান থেকে টিসিবি’র বিপুল পণ্য উদ্ধার, আটক ১

স্টাফ রিপোর্টার, সিলেট, আরটিভি অনলাইন

  ২৪ ডিসেম্বর ২০১৯, ১৩:৫৮
আটক সিলেট ম্যাজিস্ট্রেট
ফাইল ছবি

সিলেট নগরীর দর্শন দেউড়ি গলির মুখে (হাউজিং এস্টেটের গেইটের বিপরীত) ‘জেস্ট ডিসকাউন্ট শপ’ থেকে টিসিবির বিপুল পরিমাণ পণ্য উদ্ধার করা হয়েছে।

গতকাল সোমবার বিকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের এক অভিযানে এসব পণ্য উদ্ধার করা হয়। এ সময় আটক করা হয় ওই দোকানের ম্যানেজারকে।

অভিযান ও টিসিবির পণ্য উদ্ধারের বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনা আক্তার।

জানা গেছে, টিসিবির খোলাবাজারে বিক্রির বিপুল পরিমাণ পণ্য জেস্ট ডিসকাউন্ট শপে নিয়ে বিক্রি করা হচ্ছে এমন গোপন সংবাদে অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে ওই দোকান থেকে টিসিবির ৬০০ কেজি চাল, ৪৫০ কেজি ডাল, সয়াবিন তেল দুই লিটারের বোতল ২১৩টি , সয়াবিন তেল পাঁচ লিটারের বোতল ৮৮টি উদ্ধার করে জব্দ করা হয়।

এ সময় দোকানের ম্যানেজার বিদ্যুৎ দেব নাথকে (২৮) আটক করে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়। জব্দকৃত মালামালও থানায় রাখা হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেলায় জাদু খেলার নামে অশ্লীল নৃত্য, আটক ৫  
জয়পুরহাটে ১৬ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক
ঘুষ গ্রহণের অভিযোগে আটক রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী 
তাপদাহে গলে গেছে সড়কের পিচ, আটকে যাচ্ছে জুতা
X
Fresh