• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

শরীয়তপুরে খাল পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৩ ডিসেম্বর ২০১৯, ১৮:৩৭
খাল উচ্ছেদ স্থাপনা
ছবি: সংগৃহীত

শরীয়তপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন।

সোমবার সকাল ১০ টার দিকে জেলা শহরের চৌরঙ্গীর মোড় থেকে অভিযান শুরু করে পালং-তুলাসার খালের ওপর থাকা অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

ব্যবসায়ীদের অনুরোধে দোকানে থাকা মালামাল সরিয়ে নিতে দুই ঘণ্টা সময় বেঁধে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ।

অভিযানে খালের ওপর অবৈধভাবে গড়ে ওঠা সকল স্থাপনা উচ্ছেদ করা হয়। পর্যায়ক্রমে জেলার সকল অবৈধ স্থাপনা ভেঙে সরকারি জমি বা জলাশয় উদ্ধার করা হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। দিনব্যাপী চলা এই অভিযানে দুপুর পর্যন্ত ১৫টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অভিযান চলমান রয়েছে। পর্যায়ক্রমে এই খালে থাকা সব স্থাপনা উচ্ছেদ করা হবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান চলছে বঙ্গবাজারে  
ভেঙে ফেলা হয়েছে বঙ্গবাজারের অবৈধ দোকান
ইসরায়েলের একাধিক সামরিক স্থাপনায় রকেট হামলা
X
Fresh