• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

মাংস খাওয়া হলো না তাদের

লালমনিরহাট প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৩ ডিসেম্বর ২০১৯, ১১:৫৮
দগ্ধ গৃহবধূ প্রেসার কুকার
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় প্রেসার কুকার বিস্ফোরণে দগ্ধ দুই গৃহবধূ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় মাংস রান্নার সময় প্রেসার কুকার বিস্ফোরণে দুই বউ শাশুড়িসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। গতকাল রোববার রাত সাতটার দিকে উপজেলার দক্ষিণ গড্ডিমারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, ওই গ্রামের বেলাল হোসেনের স্ত্রী জোবেদা (৫৫), তার দুই পুত্রবধূ মুন্নি খাতুন (৩৫) ও পারুল আক্তার (২৮) এবং নাতি লিমন মিয়ার স্ত্রী হ্যাপি বেগম (২২)।

জানা গেছে, লিমন মিয়ার স্ত্রী হ্যাপি বেগম প্রেসার কুকারে মাংস রান্না করছিলেন। এ সময় রান্না ঘরে বসে গল্প করছিলেন বউ ও শাশুড়ি। ঠিক এ সময় প্রেসার কুকারে হঠাৎ বিস্ফোরণ ঘটলে জোবেদা বেগম, মুন্নি খাতুন, পারুল ও হ্যাপি বেগম দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

লিমন মিয়া বলেন, আমি বাড়ির বাইরে ছিলাম। খবর পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। আমার স্ত্রীসহ সবাই সুস্থ আছেন।

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. আনোয়ারুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত চারজনই কিছুটা দগ্ধ হয়েছেন।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গরমে বিচারকাজ অনলাইনে করতে প্রধান বিচারপতির কাছে চিঠি
আরটিভিতে আজ যা দেখবেন
বিএসএমএমইউর উপ-উপাচার্য হলেন ডা. আতিকুর রহমান
লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপি নেতা কারাগারে
X
Fresh