• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

খাগড়াছড়িতে সেনাবাহিনী অভিযানে গাঁজার ক্ষেত ধ্বংস, আটক ২

খাগড়াছড়ি প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২২ ডিসেম্বর ২০১৯, ১৬:৫৯
খাগড়াছড়িতে সেনাবাহিনী অভিযানে গাঁজার ক্ষেত ধ্বংস, আটক ২
খাগড়াছড়িতে সেনাবাহিনী অভিযানে আজ গাঁজার ক্ষেত ধ্বংস করা হয়।

খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার প্রত্যন্ত কলাবুনিয়া এলাকায় সাত বিঘা জমির উপর লাগানো গাঁজার ক্ষেত ধ্বংস করে দিয়েছে সেনাবাহিনী। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই সহোদর অমর বিকাশ চাকমা (৩৫) ও টুলু চাকমাকে আটক করা হয়েছে।

রোববার দুপুরে সেনাবাহিনী অভিযান চালিয়ে ওই গাঁজা ক্ষেত ধ্বংস করে। যার বাজার মূল্য প্রায় চার কোটি টাকা।

সেনাবাহিনীর মহালছড়ির বিজিতলা সাব জোন কমান্ডার মেজর আসিফ ইকবার জানান, প্রত্যন্ত ঐ এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে তল্লাশীকালে বিশাল এ গাঁজা ক্ষেতটির সন্ধান পায় সেনাবাহিনী। পরে তারা গাঁজার গাছগুলো উপড়িয়ে এক জায়গায় স্তূপ করে এবং আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করে।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফ তাদের সংগঠনের অর্থের যোগান দিতে দুই পাহাড়ের মাঝে উর্বর জমিতে ঘেরা দিয়ে সুকৌশলে এবং বিশেষ নিরাপত্তায় এ গাঁজার চাষ করছিল।

এ বিষয়ে মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর বলেন, আইনি প্রক্রিয়া শেষে আসামীদের কোর্টে হাজির এবং নিয়মিত মামলা রুজু করা হবে।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র থেকে দেশে আসা গাঁজার চকলেট-কেক জব্দ, গ্রেপ্তার ৩
সোনারগাঁয়ে ৪৯ লাখ টাকার জাল নোটসহ আটক ২ 
ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানে আটক ২০ 
আবাসিক হোটেল থেকে জাল নোটসহ আটক ২ 
X
Fresh