• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম, বাসদের সংবাদ সম্মেলন

বরিশাল প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৯ ডিসেম্বর ২০১৯, ১৭:২১
বাসদ সংবাদ  বরিশাল
ফাইল ছবি

রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসার প্রতিবাদে বরিশালে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) ।

বৃহস্পতিবার বেলা ১১ টায় নগরীর ফকিরবাড়ী সড়কের দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এখানে জেলা বাসদের সদস্য সচিব ও মুক্তিযোদ্ধার সন্তান ডা. মনীষা চক্রবর্তী লিখিত বক্তব্য পাঠ করেন।

তিনি বলেন, বিজয়ের ৪৮ বছর পর ভুলে ভরা রাজাকারদের তালিকা প্রকাশ করে একটা প্রহসনের নাটক মঞ্চস্থ করেছে।

এই তালিকায় রাজাকারের স্থানে কিভাবে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের নাম এলো তা তদন্ত কমিশন গঠন করে নেপথ্যে জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, বেঁচে থাকা মুক্তিযোদ্ধাদের মাধ্যমে রাজাকারের তালিকা তৈরি করে তা প্রকাশ করতে হবে।

রাজাকারদের তালিকা স্থগিত হওয়ার পরে আমরা আনুষ্ঠানিকভাবে মনে করি শুধুমাত্র এই বিষয়টি নিয়ে সন্তোষজনক প্রতিক্রিয়া ব্যক্ত করাই যথেষ্ট নয়। এ ঘটনাটির যদি সুষ্ঠু প্রতিবেদন করতে হয় তবে মন্ত্রীর পদত্যাগ করা দরকার। তালিকাটি বাতিল করে একটি কমিশন গঠন করে তালিকাটি প্রণয়ন করা দরকার। পরবর্তীতে মন্ত্রী যদি পদত্যাগ না করে সেক্ষেত্রে আমরা পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেব। এই লড়াইয়ে সবার সহযোগিতা চান মনীষা।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুদ্ধাহত ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারে ফল-মিষ্টি পাঠালেন প্রধানমন্ত্রী
শেষবারের মতো চাঁপাইনবাবগঞ্জে ভাষাসৈনিক গোলাম আরিফ টিপু 
আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
‘রাজাকারদের মুক্তি দিয়েছেন জিয়া’
X
Fresh