• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপার নিহত, আহত ১০

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৯ ডিসেম্বর ২০১৯, ১১:২৭
ট্রাক বাস নিহত
সিরাজগঞ্জের সলঙ্গায় দুর্ঘটনাকবলিত ট্রাক

সিরাজগঞ্জের সলঙ্গায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।

বৃহস্পতির ভোর ছয়টার দিকে সলঙ্গা থানার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হরিণচরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ঢাকুর গ্রামের ট্রাকচালক রাজু আহমেদ (২৮) ও একই উপজেলার কুন্দারহাট গ্রামের খোকন আলীর ছেলে হেলপার হামজালা রনি (২২)।

ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করেছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক সাদিকুল ইসলাম আরটিভি অনলাইনকে জানান, ভোরে হরিণচড়া এলাকায় ঢাকাগামী শ্যামলী পরিবহন ও রাজশাহীগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালক রাজু নিহত হয়। হেলপার রনিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ ঘটনায় আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর এই মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক থানা হেফাজতে রয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাসচাপায় বাবা-ছেলে নিহত, হাসপাতালে মা 
সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল নিহত
ঈদযাত্রায় সড়কে ঝরল ৪০৭ প্রাণ
স্বামীর মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল স্ত্রীর
X
Fresh