• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম, মন্ত্রীর পদত্যাগ দাবি

বরিশাল প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৮ ডিসেম্বর ২০১৯, ১৭:১৪
রাজাকার মুক্তিযোদ্ধা প্রতিবাদ
বরিশালে রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম থাকার প্রতিবাদে সমাবেশ

বরিশালে সম্প্রতি প্রকাশিত রাজাকারের তালিকা বাতিল ও এর সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে রিপোর্টাস ইউনিটি।

বুধবার বেলা ১১টার দিকে নগরীর অশ্বিনী কুমার হলের সামনের সড়কে এই কর্মসূচি পালন করা হয়। এতে সমাজের নানা শ্রেণি ও পেশার মানুষ অংশগ্রহণ করেন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক সম্প্রতি প্রকাশিত রাজাকারের এই তালিকা অত্যান্ত বেদনাদায়ক ও অপমানকর। যেসব মুক্তিযোদ্ধা জীবন বাজি রেখে সম্মুখ সমরে পাকিন্তানি শত্রু সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, রাজাকারের তালিকা প্রকাশ করার পূর্বে নাম যাছাই না করায় এই তালিকায় তাদের অনেকের নাম এসেছে। এটা সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা স্বাধীনতাবিরোধীদের কর্মকাণ্ড বলেই মনে হয়।

তাই অবিলম্বে এই তালিকা বাতিল এবং একইসঙ্গে এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। একই সময়ে তারা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর পদত্যাগ দাবি করেন।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘দুই ভাগে হচ্ছে রাজাকারের তালিকা’
X
Fresh