নড়াইলে টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু
নড়াইলের কালিয়া উপজেলায় টিসিবির তত্ত্বাবধানে খোলাবাজারে পেঁয়াজ বিক্রয় শুরু হয়েছে।
গতকাল শুক্রবার দুপুরে কালিয়া বাজারে কালিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন কালিয়া উপজেলা চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ।
কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হুদার সভাপতিত্বে সরকারি কর্মকর্তা, উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
উপজেলা মোট সাড়ে নয় টন পেঁয়াজ বরাদ্দ দেওয়া হয়েছে। টিসিবির ডিলার পুলক এন্টারপ্রাইজের মাধ্যমে মাত্র ৪৫ টাকায় এ পেঁয়াজ বিক্রি করা হচ্ছে।
জেবি