• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

আজও টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৪ ডিসেম্বর ২০১৯, ১৩:৪২
আজও টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট
ফাইল ছবি

আজও ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ১৫ কিলোমিটার এলাকা জুড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।

এলেঙ্গা জয়দেবপুর ফোরলেন প্রকল্পের উন্নয়ন কাজ চলায় প্রতিদিনই এই যানজটের সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এতে চরম দুর্ভোগের স্বীকার হচ্ছে চালক এবং যাত্রীরা।

টাঙ্গাইল ট্রাফিক পুলিশের টিআই শহিদুর রহমান জানান, মহাসড়কের এলেঙ্গায় রাস্তা কেটে সংস্কার কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। ফলে কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

এতে মহাসড়কের চালক এবং যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা গাড়িতে বসে থেকে দুর্ভোগের স্বীকার হচ্ছে। যান চলাচল স্বাভাবিক রাখতে টাঙ্গাইল জেলা পুলিশ এবং ট্রাফিক পুলিশ সকাল থেকে যানজট নিরসনে কাজ করছে। দুপুর নাগাদ যান চলাচল স্বাভাবিক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh