• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বরিশালে মদের বারে অভিযান, আটক ৬৩

বরিশাল প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৩ ডিসেম্বর ২০১৯, ১৫:২৩
বরিশালে মদের বারে অভিযান, আটক ৬৩

বরিশাল শহরের একটি অভিজাত হোটেলের মদের বারে অভিযান অবৈধভাবে মাদকসেবনের অভিযোগে ৬৩ জনকে আটক করেছে পুলিশ। পরে তাদের ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।

বৃহস্পতিবার গভীর রাতে বরিশাল মহানগর কোতোয়ালি মডেল থানা পুলিশ তাদের মাদকসেবনের দায়ে আটক করে।

পুলিশ জানায়, হোটেলটির বারে মদ বিক্রির অনুমোদন ছিলো। তবে লাইসেন্সবিহীন লোকের নিকট মদ বিক্রির উপর নিষেধাজ্ঞা রয়েছে। সেই নির্দেশনা অমান্য করে ওই বারে মদ সেবন করছিলেন দণ্ডপ্রাপ্তরা।

আজ আটককৃতদের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতাউর রাব্বী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি বলেন, বারে অবৈধভাবে মাদকসেবনের দায়ে আটক ৬৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। আটককৃতদের সর্বনিম্ন চার দিন ও সর্বোচ্চ ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে প্রত্যেককে এক হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক থেকে দুই দিনের কারাদণ্ড দেওয়া হয়।

প্রসঙ্গত, এটি বরিশালের একমাত্র অনুমোদিত মদের বার। তবে, এখানে স্কুল ও কলেজগামী শিক্ষার্থীরা অতি সহজে মদপান করতে পারে বলে অভিযোগ রয়েছে।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লোহাগড়ায় ১২ কেজি গাঁজাসহ দুজন আটক
‘স্বচ্ছতা ও পেশাদারিত্বের সঙ্গে সরকারি অনুদানের চলচ্চিত্র বাছাই হবে’
‘রূপান্তর’ বিতর্ক নিয়ে ভিডিও বার্তায় যা বললেন জোভান
শনিবার কোথায় কখন গ্যাস থাকবে না, জানাল তিতাস
X
Fresh