• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

পিরোজপুরে তিন ভুয়া চিকিৎসক আটক

পিরোজপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৩ ডিসেম্বর ২০১৯, ১২:৪১
আটক চিকিৎসক ভুয়া
আটক চার ভুয়া চিকিৎসক

পিরোজপুরের নাজিরপুর উপজেলা থেকে তিন ভুয়া চিকিৎসককে আটক করেছে র‌্যাব-৮।

বৃহস্পতিবার রাতে উপজেলার গাওখালী বাজার থেকে তাদের আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদলতে হাজির করলে আদালত তিনজনকে ছয় মাসের কারাদণ্ড দেন। অপর একজনকে ১০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।

তারা হলেন সুব্রত মজুমদার, আবু হাসান, মোস্তাকিন বিল্লাহ ও মো. নিয়াজ মাহবুব।

পিরোজপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ খায়রুল চৌধুরী আরটিভি অনলাইনকে জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পরে গাওখালী বাজারে অভিযান চালিয়ে ওই চারজনকে আটক করা হয়। তারা নিজেদের গ্রাম্য ডাক্তার পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। আটকের পরে তারা কোনও প্রকার বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। পরে তাদের তিনজনকে ছয় মাসের কারাদণ্ড ও একজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরো পড়ুন

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাবনায় ১২ ট্রাক ভারতীয় চিনি আটক
আখাউড়ায় ১৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক 
গলায় জীবন্ত কৈ মাছ আটকে কৃষকের মৃত্যু
ইন্টার্ন চিকিৎসককে যৌন হয়রানি, শাস্তির দাবিতে মানববন্ধন
X
Fresh