logo
  • ঢাকা মঙ্গলবার, ১৯ জানুয়ারি ২০২১, ৫ মাঘ ১৪২৭

সাবেক স্বামীর ছোড়া অ্যাসিডে দগ্ধ মা-ছেলে

অ্যাসিড দগ্ধ স্বামী
সাবেক স্বামীর অ্যাসিডে দগ্ধ রূপালী আক্তার রূপা
ময়মনসিংহে সাবেক স্বামীর অ্যাসিডে মা ও ছেলে দগ্ধ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার  সন্ধ্যার পর নগরীর সারদা ঘোষ রোড এলাকায় এ ঘটনা ঘটে।

অ্যাসিডে দগ্ধরা হলেন রূপালী আক্তার রূপা (২৫) ও তার ছেলে রোহান (৫)। এ ঘটনায় ওই নারীর সাবেক স্বামী হাফিজুর রহমানকে আটক করেছে পুলিশ। 

পুলিশ জানায়, প্রায় এক বছর আগে ওই দম্পতির ডিভোর্স হয়েছিল। সেই থেকে তাদের মধ্যে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জেরেই সাবেক স্বামী অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, অ্যাসিডে রূপালীর মুখমণ্ডল, হাত ও বুকের কিছু অংশ এবং শিশুটির বাম চোখ, হাত ও পিঠের অংশ পুড়ে গেছে। বর্তমানে মা ও শিশু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আটক হাফিজুর রহমান পুলিশের হেফাজতে আছে বলেও জানান তিনি।

জেবি

RTV Drama
RTVPLUS