• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

অপহরণের তিন দিন পর শিশুর মরদেহ উদ্ধার

পিরোজপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৩ ডিসেম্বর ২০১৯, ১১:৩৫
পিরোজপুর শিশু লাশ
ফাইল ছবি

অপহরণের তিন দিন পর পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার একটি নালা থেকে চার বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার গৌরীপুর ইউনিয়নের তেয়ারীপুর গ্রামের একটি নালা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশুর নাম হাসিব হাওলাদার। সে ওই গ্রামের কাঁচামাল ব্যবসায়ী হাবিব হাওলাদারের ছেলে।

নিহত শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়, গেল মঙ্গলবার সকালে শিশু হাসিব নিখোঁজ হয়। পরে সন্দেহ হলে স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলামের সহায়তায় হাসিবের বোন জামাই মারুফ খানকে থানা পুলিশে সোপর্দ করা হয়। দু’দিন ধরে পুলিশের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে বৃহস্পতিবার সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপনের কাছে মারুফ খান শ্যালককে হত্যার কথা স্বীকার করেন।

তিনি জানান, শ্বশুরের কাছে ইজিবাইক কেনার জন্য এক লাখ টাকা (যৌতুক) চেয়েছিলেন। তার শ্বশুর এতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে হাসিবকে অপহরণ করে হত্যার পর শ্বশুরবাড়ির কাছেই একটি বাগানের নালায় (বেড়ে) কাদার মধ্যে পুঁতে রাখেন। এর আগেও ঘাতক মারুফ খান শ্বশুরের কাছ থেকে দুই দফায় ৭৫ হাজার টাকা যৌতুক নিয়েছেন।

পিরোজপুরের পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান ঘটনা সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইন জানান, শিশুটির হত্যাকারী মারুফ খানের স্বীকারোক্তি অনুযায়ী বৃহস্পতিবার রাতে ভাণ্ডারিয়া থানা পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করেছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসপাতালের কার্ডিয়াক আইসিইউ পুড়ে ছাই, রক্ষা পেল ৭ শিশু
শিশুখাদ্যে অতিরিক্ত চিনির বিষয়টি ব্যাখ্যা দিলো নেসলে
রাজধানীর শিশু হাসপাতালে আগুন
চুয়াডাঙ্গায় অপহৃত শিশু সিরাজগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ১ 
X
Fresh