• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বেনাপোল চেকপোস্টে ২০ হাজার মার্কিন ডলারসহ নারী আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৩ ডিসেম্বর ২০১৯, ১১:০০
আটক নারী মার্কিন ডলার
মার্কিন ডলারসহ আটক লাইলী খাতুন

বেনাপোল চেকপোস্টে ২০ হাজার মার্কিন ডলারসহ এক মহিলা যাত্রীকে আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা।

গতকাল বৃহস্পতিবার দুপুরে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ২০ হাজার মার্কিন ডলার ও দুটি রেডমি মোবাইল ফোনসহ ওই পাসপোর্ট যাত্রীকে আটক করা হয়।

আটককৃত নারীর নাম লাইলী খাতুন (২৮)। তিনি মাদারীপুর জেলার শিবচর গ্রামের রহমানের মেয়ে।

বেনাপোল কাস্টম শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সহকারী কমিশনার তৃপ্তি রায় আরটিভি অনলাইনকে জানান, ভারত থেকে এক যাত্রী বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা নিয়ে বাংলাদেশে আসছে এমন খবর পেয়ে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা চেকপোস্টে অভিযান চালিয়ে লাইলী খাতুন নামের ওই মহিলা পাসপোর্ট যাত্রীকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ২০ হাজার মার্কিন ডলার ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

জব্দকৃত ডলার ও মোবাইল ফোন কাস্টমসে জমা করা হয়েছে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।

আরো পড়ুন

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বস্তায় হাত দিতেই ছোবল, প্রাণ গেল ৩ সন্তানের জননীর
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৯ মার্চ)
ডিজিটাল সুরক্ষা প্রশিক্ষণে সনদ পেলেন ২৫ নারী সাংবাদিক ও রাজনীতিবিদ
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৮ মার্চ)
X
Fresh