টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি অনলাইন
১৩ ডিসেম্বর ২০১৯, ০৯:০১
আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ১১:৪৬
আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ১১:৪৬
মায়ের পরকীয়ার প্রতিবাদে সপ্তম শ্রেণির ছাত্রীর সংবাদ সম্মেলন

বাবাকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ৭ম শ্রেণির শিক্ষার্থী মাইমুনা আক্তার তানহা
আরো পড়ুন: বেনাপোল চেকপোস্টে ২০ হাজার মার্কিন ডলারসহ নারী আটক
--------------------------------------------------------------- বিষয়টি টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের এমপি জোয়াহেরুল ইসলাম জোয়াহের, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি, ৩০ নম্বর বর্ণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর আবেদন করেও কোনও সুরাহা হয়নি। পরবর্তীতে আমার বাবা বাদী হয়ে টাঙ্গাইল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বাসাইল থানা আমলি আদালতে মামলা দায়ের করেন। তানহা আরও বলেন, বিষয়টি নিয়ে প্রতিবাদ করার পর থেকে মনিরুজ্জামান মামুন বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে আমাদের হুমকি, ধমকি দিয়ে আসছে। আমি মামুনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার মাকে আমি ফেরত চাই। মাকে নিয়ে পূর্বের মতো সংসার করতে পারি সেই প্রত্যাশা কামনা করছি। এ সময় মাইমুনা আক্তার তানহার বাবা সুলতান মাহমুদ উপস্থিত ছিলেন। জেবি