• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

জাতীয় পতাকা হাতে হাজারো কণ্ঠে জাতীয় সংগীত

পাবনা প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১২ ডিসেম্বর ২০১৯, ১৩:৩১
পতাকা জাতীয় কলেজ
পাবনায় জাতীয় পতাকা হাতে নিয়ে জাতীয় সংগীত পরিবেশন করছে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা

জেলা প্রশাসনের উদ্যোগে পাবনায় জাতীয় পতাকা হাতে হাজারো কণ্ঠে জাতীয় সংগীত ও বিজয় উৎসব উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে এই ব্যতিক্রমী আয়োজন করেন পাবনার জেলা প্রশাসন।

বিজয়ের মাসে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা জাতীয় পতাকা হাতে হাজারো কণ্ঠে গান জাতীয় সংগীত। নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার চেতনা ছড়িয়ে দিতে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়।

পাবনা জেলার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কবীর মাহমুদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা হাবিুবর রহমান হাবিব, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকটর প্রীতম কুমার দাস ও এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. হুমায়ুন কবীর মজুমদার।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জনপ্রিয় সংগীতশিল্পী কমলেশ আর নেই
আরটিভির মাধ্যমে সংগীত পরিচালনায় নাম লেখালেন জিকো
বাংলাদেশে দর্শক মাতাতে আসছেন আতিফ আসলাম
পাবনায় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের তিনদিনব্যাপী আবির্ভাব মহোৎসব
X
Fresh