• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

সিদ্ধিরগঞ্জে ভুয়া চিকিৎসক গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১২ ডিসেম্বর ২০১৯, ১৩:১৫
আটক চিকিৎসক ভুয়া
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে এক ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গতকাল বুধবার রাতে মিজমিজি এলাকার ফিহা হেলথ কেয়ার সেন্টার থেকে ওই চিকিৎসককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত চিকিৎসকের নাম ফরিদ আহম্মেদ।

আদমজী র‌্যাব- ১১ এর এএসপি জসিম উদ্দিন জানান, দীর্ঘদিন যাবত ফরিদ আহম্মেদ নিজের ফিহা হেলথ কেয়ার সেন্টার নামে ফার্মেসিতে বসে রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছিলেন। রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ফার্মেসিটিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে নামের আগে এমবিবিএস, এফসিপিজি ব্যবহার করা সনদ ও প্রযোজনীয় কাগজপত্র চাইলে তিনি কোনও কিছুই দেখাতে পারেননি।

তিনি দীর্ঘদিন সাধারণ মানুষের কাছ থেকে ডাক্তার ফ্রি ও রোগের পরীক্ষা-নিরীক্ষার নামে প্রতারণা করে টাকা হাতিয়ে নিয়েছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গ্রেপ্তারি পরোয়ানা জারির সিদ্ধান্ত নেতানিয়াহুর বিরুদ্ধে 
নওগাঁয় চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ৩
চুয়াডাঙ্গায় অপহৃত শিশু সিরাজগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ১ 
রাজধানীতে গ্রেপ্তার ২৭
X
Fresh