• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

হবিগঞ্জে সিএনজি-ট্রাক্টর সংঘর্ষে যুবক নিহত

হবিগঞ্জ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১২ ডিসেম্বর ২০১৯, ১২:৫৯
মৃত্যু দুর্ঘটনা সংঘর্ষ
ছবি: সংগৃহীত

হবিগঞ্জে সদর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও দুজন। তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল নয়টার দিকে সদর উপজেলার হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের কলিমনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম লিটন মিয়া (২২)। তিনি চুনারুঘাট উপজেলার কাজিশাইল গ্রামের আব্দুল গফুরের ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে শায়েস্তাগঞ্জ থেকে আসা হবিগঞ্জগামী একটি সিএনজিচালিত অটোরিকশা হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের কলিমনগর এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত অবস্থায় অটোরিকশার তিন যাত্রীকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লিটনকে মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী ঘটনার সত্যতা স্বীকার বলেন আরটিভি অনলাইনকে বলেন, খবর পেয়ে পুলিশ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিউনিসিয়া উপকূলে অভিবাসীবোঝাই নৌকাডুবি, নিহত ১৪
দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতার মৃত্যু
ইসরায়েলি হামলায় আরও ৭৯ ফিলিস্তিনি নিহত
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আওয়ামী লীগ নেতার
X
Fresh