• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

চলন্ত বাসে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে শারীরিক নির্যাতনের অভিযোগ

আরটিভি অনলাইন রিপোর্ট, ঠাকুরগাঁও

  ২২ জানুয়ারি ২০১৭, ১৬:০২

ঠাকুরগাঁও থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া চলন্ত বাসে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে শারীরিক নির্যাতন করার অভিযোগ উঠেছে।

রোববার সকাল ১১ টায় নির্যাতিতার মা ঠাকুরগাঁও শহরের হানিফ কাউন্টারে এসে এ অভিযোগ করেন।

জানা গেছে, শনিবার রাত সাড়ে ৮টায় হানিফ এন্টারপ্রাইজের (ঢাকা মেট্টো - ৫৬০৯) একটি বাসে ঢাকার উদ্দেশে রওনা হন ওই তরুণী। পথে ওই গাড়ির সুপারভাইজার মাসুদ ও ড্রাইভার রইজ মেয়েটিকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করেন।

পরে ঢাকার গাবতলীতে পৌঁছালে ড্রাইভার ও সুপারভাইজার প্রাণনাশের হুমকি দিয়ে জোর করে তাকে সিএনজিতে ওঠানোর চেষ্টা করেন। এসময় মেয়েটি কৌশলে তার আত্মীয়-স্বজনদের ফোন করলে তারা এসে সেখান থেকে উদ্ধার করে।

এ ঘটনায় ঠাকুরগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, আমরা ওই মেয়ের মায়ের অভিযোগ শুনেছি। অভিযোগ পেলেই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এসজে/এফএস/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh