• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

জাহাজ ভাঙ্গা শিল্প

ক্ষতিপূরণের চেক পেলো নিহত শ্রমিকের পরিবার

সীতাকুণ্ড প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১১ ডিসেম্বর ২০১৯, ২২:২৩
ক্ষতিপূরণের চেক পেলো নিহত শ্রমিকের পরিবার
ক্ষতিপূরণের চেক পেলো নিহত শ্রমিকের পরিবার

জাহাজ ভাঙ্গা কারখানায় কাজ করতে গিয়ে নিহত স্বপন মিয়ার পরিবারের হাতে ছয় লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। বুধবার চট্টগ্রাম ১ম শ্রম আদালতের মাধ্যমে এই ক্ষতিপূরণের চেক তুলে কারখানাটির মালিক পক্ষ।

এর আগে গত সেপ্টেম্বরে মাদার স্টীল নামে জাহাজ ভাঙ্গা কারখানায় কাজ করতে যেয়ে মারা যান স্বপন মিয়া নামে এক শ্রমিক । নিহত স্বপন মিয়ার পিতা সফিকুল ইসলাম আজ সকালে চট্টগ্রাম শ্রম আদালতে উপস্থিত হয়ে ৬ লাখ টাকার ক্ষতিপূরণের চেক গ্রহণ করেন। চেক প্রদানের সময় চট্টগ্রাম ১ম শ্রম আদালতে উপস্থিত ছিলেন (Bangladesh Occupational Safety, Health and Environment Foundation) ওশি ফাউন্ডেশনের পক্ষে সাইফুল মাহমুদ, শ্রমিক নেতা কে এম শহিদউল্লাহ ও মালিক পক্ষের লোকজন।

এ বিষয়ে নিহত স্বপন মিয়ার পিতা সফিকুল ইসলাম বলেন, আমার ছেলে কাজ করতে গিয়ে মারা গেছে। মালিক পক্ষ আমাকে যথাযথ ক্ষতিপূরণ দিয়েছেন।

জাহাজ ভাঙ্গা শিল্প প্রতিষ্ঠান সমবায় সমিতির সভাপতি শ্রমিক নেতা কে এম শহিদুল্লাহ বলেন, প্রতিটি মালিক যেন মাষ্টার আবুল কাসেমের মতো হয়। জাহাজ ভাঙ্গা কারখানায় কাজ করতে গিয়ে যারা আহত হয় তাদের উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা মালিক পক্ষের দায়িত্ব।

ইয়ার্ড মালিক আবুল কাসেম বলেন, কোনও মালিক চায় না কোনও কারখানায় দুর্ঘটনা হোক। মালিক পক্ষ সব সময় শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি আগে বিবেচনা করে। যে শ্রমিক মারা গেছে তাকে শ্রম আইন ও আঞ্চলিক ক্রাইসিস কমিটির সিদ্ধান্ত মোতাবেক ৬ লাখ টাকা প্রদান করেছি। নিহত শ্রমিকের পরিবারের কেউ যদি চাকরির উপযুক্ত থাকে তা হলে তাকে চাকরি দেওয়া হবে বলে জানান তিনি।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অবেশেষে ২৭২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিচ্ছে উবার
বেইলি রোডে নিহতদের পরিবারকে ৫ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে আইনি নোটিশ
দুবাইয়ে বাংলাদেশির প্রাণের মূল্য মাত্র ৩৫ হাজার টাকা!
শিশু আয়ানের পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল
X
Fresh