সাতক্ষীরায় ২৬ লাখ টাকা মূল্যের স্বর্ণসহ আটক ১
ভারতে পাচারের সময় সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে আধা কেজি স্বর্ণসহ একজনকে আটক করেছে বিজিবি।
বুধবার সকাল ১০টার দিকে উপজেলার ভোমরা ইউনিয়নের লক্ষ্মীদাড়ি সীমান্ত থেকে বিজিবি সদস্যরা তাকে আটক করে। আটককৃত স্বর্ণের মূল্য ২৬ লাখ টাকা।
আটক যুবকের নাম সজীব হোসেন (৩০)। তিনি লক্ষ্মীদাড়ি গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
ভোমরা বিজিবির নায়েক সুবেদার হারুন-উর-রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা লক্ষ্মীদাড়ি সীমান্তে অভিযান চালায়। সেখান থেকে সজীব হোসেনকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে আধা কেজি স্বর্ণ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন ভারতে পাচারের উদ্দেশে সোনা নিয়ে এসেছিলেন।
জেবি