• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সিলেটে চালু হচ্ছে নগর বাস সার্ভিস

সিলেট প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১১ ডিসেম্বর ২০১৯, ১৪:৫৯
মেয়র চালক সিসিক
চালকদের প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখছেন সিসিক মেয়র আরিফুল হক

সারা দেশে রয়েছে ১০টি সিটি করপোরেশন। তার মধ্য সবচে আয়তনে ছোট হচ্ছে সিলেট সিটি করপোরেশন।

অন্য সব সিটিতে সাধারণ মানুষের চলাচলের জন্য বাস সার্ভিস রয়েছে। কিন্তু সেই গণপরিবহন নেই সিলেটে। পরিসংখ্যানে দেখা যায়, কয়েক বছর আগে বিজয় এক্সপ্রেস নামে সিলেট সিটিতে বাস সার্ভিস চালু করে নগর ভবন। কিন্তু তখন সফলতার মুখ দেখেনি বিজয় এক্সপ্রেস। বন্ধ হয়ে যায় কিছুদিন পর। কিন্তু এবার ৪১টি বাস নিয়ে সিলেটে চালু হচ্ছে নগর এক্সপ্রেস।

গতকাল চালকদের প্রশিক্ষণ অনুষ্ঠানে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী জানান, ৪১ টি বাস নিয়ে চালু হচ্ছে নগর এক্সপ্রেস।

মেয়র বলেন, নগরবাসীকে সর্বোচ্চ সেবা প্রদান করতে সিলেটে ‘নগর এক্সপ্রেস’ নামে একটি গণ পরিবহন সেবা শিগগিরই চালু হচ্ছে। নগরী ও এর আশপাশ এলাকার লোকজনকে সেবা দিতে ৪১টি বাস নিয়ে যাত্রা শুরু করবে প্রত্যাশিত এ পরিবহন। ড্রাইভার ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠানে মেয়র আরও বলেন, নগরবাসীকে সর্বোচ্চ সেবা দিতে নগর এক্সপ্রেস চালু হচ্ছে। তাই নগর এক্সপ্রেসের জন্য দক্ষ চালক প্রয়োজন। সড়ক দুর্ঘটনার অনেকগুলো কারণের মধ্যে অদক্ষ চালকদের বেপরোয়া গতিই হচ্ছে অন্যতম কারণ। তাই নগর এক্সপ্রেসের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ প্রকৃত লাইসেন্সধারী চালকদেরই বাছাই করে নিয়োগ দেওয়া হয়েছে।

মেয়র বলেন, নগর এক্সপ্রেসের প্রত্যেক ড্রাইভার ইনস্যুরেন্স অন্তর্ভুক্ত থাকবেন। তারা প্রত্যেকে দুই লাখ টাকা করে ইনস্যুরেন্স সুবিধা ভোগ করবেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সিডিউল প্রাপ্তি সাপেক্ষে শিগগিরই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে এ বাস সার্ভিসের। নগর এক্সপ্রেসের মালিক পক্ষ জানায়, নগরীতে সর্বমোট ৪১টি বাস নিয়ে নগর এক্সপ্রেসের যাত্রা শুরু হবে। বাসগুলো প্রস্তুত রয়েছে। প্রাথমিকভাবে এ বাসগুলো টুকেরবাজার থেকে মেডিকেল রোড হয়ে হেতিমগঞ্জ যাবে। টুকেরবাজার থেকে বন্দর টু বটেশ্বর, সুরমা মার্কেট পয়েন্ট থেকে হেতিমগঞ্জ ও এয়ারপোর্ট থেকে কদমতলী হয়ে মোগলাবাজারের হাজীগঞ্জে যাবে। চালকসহ সুপারভাইজার নিয়োগ সম্পন্ন হয়েছে। ভাড়াও নির্ধারণ করা হয়েছে। যাত্রীরা টিকিট কেটে সেবা গ্রহণ করবেন।

নিটল মোটরস সিলেটের ডিলার এহতেশামুল হক চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত ড্রাইভার ট্রেনিং প্রোগ্রামে বক্তব্য দেন, নগর এক্সপ্রেস সিটি বাস মালিক গ্রুপের সদস্য সৈয়দ মইন উদ্দিন সুহেল, মাহবুবুল হক চৌধুরী, এনামুল কুদ্দুস, খন্দকার কাওসার আহমদ রবি ও তৌসিক আহমদ চৌধুরী।

‘নগর এক্সপ্রেস’ ড্রাইভার ট্রেনিং প্রোগ্রামের ট্রেইনার ছিলেন নিটল মোটরসের সার্ভিস প্রধান ইঞ্জিনিয়ার মো. নাজিম উদ্দিন। প্রোগ্রামের সার্বিক সমন্বয় করেন নিটল মোটরসের ব্যবস্থাপক শাহআলম বাহাদুর।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, চলতি বছরে ২৪
প্রবাসীদের রেমিট্যান্স উন্নয়নের একটি মূল শক্তি : সমাজকল্যাণমন্ত্রী
দুই ঘণ্টা পর পটুয়াখালীতে বাস চলাচল শুরু
আখাউড়ায় ১৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক 
X
Fresh