• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

অতি মাত্রায় বিরতি নিচ্ছে বিরতিহীন ট্রেন ‘বেনাপোল এক্সপ্রেস’ (ভিডিও)

কামাল হোসেন, বেনাপোল

  ১১ ডিসেম্বর ২০১৯, ১৪:৩১

অতি মাত্রায় বিরতি নিয়ে চলছে বিরতিহীন ট্রেন ‘বেনাপোল এক্সপ্রেস’। যাত্রীদের অভিযোগ, চলার পথে নিয়ম ভেঙে বিভিন্ন স্টেশন ও আউটার সিগন্যালে দাঁড় করিয়ে রাখা হয় ট্রেন। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। স্টেশন কর্মকর্তারা বলছেন, নতুন রেলপথ নির্মাণ না করে, ট্রেন চালু করায় সৃষ্টি হচ্ছে এমন সমস্যা।

যশোরের বেনাপোল থেকে ঢাকা রুটে বিরতিহীন ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনের যাত্রা শুরু হয় চলতি বছরের ১৭ জুলাই। বহুল প্রতীক্ষিত এই ট্রেনটি চালুর পর যাত্রী ভোগান্তি কমার কথা থাকলেও বাস্তবতা উল্টো।

নামে বিরতিহীন হলেও বিভিন্ন স্টেশনে থামে ট্রেনটি। বেনাপোল থেকে ঢাকা পর্যন্ত যাওয়া আসায় কমপক্ষে দশ জায়গায় থামে এটি। যাতায়াতে সময় লাগায় যাত্রীদের মাঝে বিরাজ করছে ক্ষোভ।

স্টেশন কর্মকর্তারা জানান, একটি লেনে সব ট্রেন চলাচল করায় অন্যসব ট্রেনকে সাইড দিতে বার বার থামতে হয় বেনাপোল এক্সপ্রেসকে। আধুনিক রেল লাইনের অভাবেই ট্রেনটি নির্ধারিত গতিতে চলতে পারছে না।

তাই যাত্রী দুর্ভোগ লাঘবে সরকারের দ্রুত হস্তক্ষেপ চান বেনাপোলবাসী।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৪০ দিন পর মরদেহ বুঝে পেল ৪ পরিবার
বেনাপোল এক্সপ্রেসে অগ্নিকাণ্ড : নিখোঁজ ২ শিক্ষার্থীর মরদেহ শনাক্ত
বেনাপোল এক্সপ্রেসে আগুন : ডিএনএ টেস্টে এক জনের মরদেহ শনাক্ত
‘বিশ হাজার টাকার বিনিময়ে বেনাপোল এক্সপ্রেসে আগুন দেওয়া হয়’
X
Fresh