গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল্লাহ আর নেই
গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. শফিউল্লাহ
গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি শিক্ষা) মো. শফিউল্লাহ মারা গেছেন।
বুধবার ভোর চারটার দিকে ২৭ তম বিসিএস এর এই কর্মকর্তা মারা যান বলে জেলা প্রশাসক জানিয়েছেন।
গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম আরটিভি অনলাইনকে জানান, গাজীপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) হিসেবে গেল ৪ এপ্রিল শফিউল্লাহ যোগদান করেছিলেন।
স্ত্রী ও দুই শিশু মেয়েসহ গাজীপুর জেলা শহরে ভাড়া বাসায় থাকতেন তিনি।
সকাল সাড়ে আটটার দিকে ভাওয়াল রাজবাড়ী মাঠে তার প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে।
তার মরদেহ গ্রামের বাড়ি পটুয়াখালী সদরের ইট বাড়িয়ায় উদ্দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।
জেবি