• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বেপরোয়া গতির গাড়ি চালককে দণ্ড

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১১ ডিসেম্বর ২০১৯, ১১:৪০
দণ্ড গাড়ি চালক
ফাইল ছবি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস সড়কে বিপজ্জনকভাবে ও অন্যান্য গাড়িকে অতিক্রম করে চালানোর দায়ে শীতাতপনিয়ন্ত্রিত সৌদিয়া সিল্ক গাড়ির চালক মোহাম্মদ মোতালেবকে (৫৫) দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল মঙ্গলবার দুপুরে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন।

গতকাল মঙ্গলবার দুপুরে কক্সবাজার থেকে সৌদিয়া সিল্ক (চট্ট-মেট্রো-ব-১১-১১৬৭) পরিবহনের যাত্রীবাহী এই বাস চট্টগ্রামের দিকে যাচ্ছিল। বাসের চালক পটিয়া বাইপাস সড়কের একাধিক স্থানের ডিভাইডারের উল্টো পথ দিয়ে বিপজ্জনক গতিতে চালাচ্ছিলেন।

ইউএনও হাবিবুল হাসান নিজে এ পরিস্থিতি দেখে গাড়িটির পেছনে পেছনে এসে পটিয়া পৌরসভার ইন্দ্রপুর এলাকায় গাড়িটি জব্দ করে।

গাড়ির যাত্রী নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক মুরাশত হোসেন বলেন, সকাল সাড়ে নয়টার দিকে কক্সবাজার থেকে গাড়িটি ছাড়ার পরই দ্রুতগতিতে চালক চালাচ্ছিলেন। এমনকি তিনি বেশ কয়েকবার অন্য গাড়িতে অতিক্রম করেন। চালক এভাবে গাড়ি না চালাতে যাত্রীরা অনুরোধ করলে তিনি উল্টো ধমক দেন।

ইউএনও হাবিবুল হাসান বলেন, সৌদিয়া সিল্ক গাড়িটি পটিয়া বাইপাস দিয়ে অত্যন্ত বিপজ্জনক ও একাধিক ডিভাইডার উল্টো পথে চালানোর দায়ে চালককে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, যাত্রীদেরও একই অভিযোগ। তার গাড়ি চালানোর যোগ্যতা নেই।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নামাজ চলাকালে মসজিদে এসি বিস্ফোরণ
নকল পণ্য সরবরাহের অভিযোগ, ২ জনের কারাদণ্ড
বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ
চাঁদপুরে ২২ জেলে আটক, ১৩ জনের কারাদণ্ড 
X
Fresh