• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

চবির পাঁচ হলে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১১ ডিসেম্বর ২০১৯, ০৯:৫১
চবি হল অস্ত্র
চবির হল থেকে উদ্ধারকৃত দেশীয় অস্ত্র

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রদের পাঁচটি হলে একযোগে তল্লাশি চালিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

পুলিশের সহায়তায় আকস্মিক এ অভিযানে রামদা ও চাপাতিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বুধবার মধ্য রাত একটা থেকে আড়াইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির নেতৃত্বে শাহজালাল, শাহ আমানত, সোহরাওয়ার্দী, স্যার এ এফ রহমান ও আলাওল হলে এ অভিযান পরিচালনা করা হয়।

আড়াই ঘণ্টার এ আকস্মিক অভিযানে হলের প্রভোস্ট ও আবাসিক শিক্ষকরাও উপস্থিত ছিলেন।

অভিযানে সোহরাওয়ার্দী হল থেকে একটি রামদা ও কিছু লোহার পাইপ, আলাওল থেকে চারটি রামদা, দুটি বিদেশি চাপাতি ও পাঁচটি হাতুড়ি ও লোহার পাইপ এবং স্যার এ এফ রহমান হল থেকে একটি রামদা ও কিছু লোহার পাইপ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে অভিযানের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল হাসান সাংবাদিকদের বলেন, ছাত্রদের জন্য শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে ছাত্রদের পাঁচটি হলে অভিযান চালানো হয়েছে। যেসব কক্ষ থেকে এসব পাওয়া গেছে সেগুলো সিলগালা করে বরাদ্দ বাতিল করা হবে। তবে কাউকে আটক করা হয়নি।

আরো পড়ুন

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সালমানের বাড়িতে হামলার ঘটনায় গুলিসহ অস্ত্র উদ্ধার
ইউক্রেনে নতুন অস্ত্র-সরঞ্জাম পাঠানোর ঘোষণা বাইডেনের
পুলিশের ওপর হামলা, মদ-অস্ত্রসহ আ.লীগ নেতার স্ত্রী গ্রেপ্তার
যুক্তরাষ্ট্র থেকে আরও ১৩০ কোটি ডলারের অস্ত্র কিনছে ইসরায়েল
X
Fresh