• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

গোপালগঞ্জ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১০ ডিসেম্বর ২০১৯, ১৫:৪৪
মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনা
ফাইল ছবি

গোপালগেঞ্জর কোটালীপাড়া উপজেলায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ সময় পুলিশের এক এএসআইসহ দুজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে কোটালীপাড়া-রজৈর সড়কের দেবগ্রাম নামক স্থানে দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কাশিয়ানী থানার কম্পিউটার অপারেটর পুলিশের কনস্টেবল মো. এমদাদুল হক (২৪) ও কোটালীপাড়া উপজেলার কাচিকাটা গ্রামের সচিন বিশ্বাসের ছেলে রণজিৎ বিশ্বাস (২৭)। মো. এমদাদুল হক মাদারীপুর জেলার রাজৈর উপজেলার মজুমদার গ্রামের মোতাহার মোল্লার ছেলে।

আহত মাদারীপুর জেলার রাজৈর থানার এএসআই মনির হোসেন (২৭) ও প্র হালদারকে (২৬) কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে অবস্থার অবনতি হলে তাদের গোপালগঞ্জে জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান আরটিভি অনলাইনকে জানান, কোটালীপাড়া-রাজৈর সড়কের দেবগ্রামে দুদিক থেকে দ্রুতগতিতে আসা মোটরসাইকেল দুটি মুখোমুখি সংঘর্ষ হলে পুলিশ সদস্য এমদাদুল হক ও রঞ্জিত বিশ্বাস ঘটনাস্থলেই নিহত হন। নিহত পুলিশ কনস্টেবল এমদাদুল গেল ৮ ডিসেম্বর ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে যান। আগামী ১২ ডিসেম্বর তার কর্মস্থলে যোগদানের কথা ছিল।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বস্তায় হাত দিতেই ছোবল, প্রাণ গেল ৩ সন্তানের জননীর
সেতু থেকে খাদে পড়ে ৪৫ বাসযাত্রীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু 
গণপিটুনিতে ২ জনের মৃত্যু
ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাভারে যুবকের মৃত্যু
X
Fresh