• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

নরসিংদীতে পাটকল শ্রমিকদের আমরণ অনশন (ভিডিও)

নরসিংদী প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১০ ডিসেম্বর ২০১৯, ১৫:২৫

মজুরি কমিশনসহ ১১ দফা দাবি আদায়ে দেশের বিভিন্ন স্থানে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা।

বাংলাদেশ পাটকল সিবিএ-এন সিবিএ ঐক্য পরিষদের ডাকে এ কর্মসূচি পালন করছেন তারা।

এরই অংশ হিসেবে আজ ১২টা থেকে নরসিংদী ইউনাইটেড-মেঘনা-চাঁদপুর (ইউএমসি) জুট মিল গেটের সামনে এ কর্মসূচি শুরু করেছেন শ্রমিকরা।

অনশনে পুরুষদের পাশাপাশি নারী শ্রমিকরাও অংশ নিয়েছেন। মিলটিতে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে প্রায় পাঁচ হাজার শ্রমিক রয়েছেন।

অনশনে ইউএমসি জুট মিল সিবিএ’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাউছার আহাম্মেদ, সুমন খন্দকার, জাকির হোসেন, দেলোয়ার হোসেন, নন সিবিএ পরিষদের সাবেক সভাপতি আনিসুর রহমান, মোশারফ হোসেন, কাউযুম প্রধান, শামসুল আরেফিন, ইসা হাবিব রিপন সরকারসহ ঐক্য পরিষদ নেতৃবৃন্দ উপস্থিত আছেন।

এ সময় তারা বলেন, গেল ২৩ নভেম্বর থেকে বকেয়া মজুরি-বেতন ও পিএফের টাকা প্রদান, বদলি শ্রমিকদের স্থায়ীকরণ, মজুরি কমিশনসহ ১১ দফা দাবি আদায়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। দীর্ঘদিন যাবত আন্দোলন চললেও এ পর্যন্ত শ্রমিকদের দাবি পূরণ হয়নি। ইতিমধ্যে সরকারি অন্য চারটি দপ্তরের দাবি মানা হলেও পাটকল শ্রমিকদের দাবি আদায় হয়নি। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আমরণ কর্মসূচি চলবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পঞ্চগড়ে গাছের ডালের আঘাতে শ্রমিকের মৃত্যু
ট্রেনের ইঞ্জিনে ঝুলছিল অজ্ঞাত নারীর মরদেহ
হাওরের পাকা ধান নিয়ে উদ্বিগ্ন কৃষক, শ্রমিক সংকট
নান্দাইলে নারী শ্রমিককে কুপিয়ে হত্যা
X
Fresh