• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ সংগঠন ‘আল্লাহর দলের’ ১ সদস্য গ্রেপ্তার

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১০ ডিসেম্বর ২০১৯, ১৪:৫৩
চুয়াডাঙ্গায় নিষিদ্ধ সংগঠন ‘আল্লাহর দলের’ ১ সদস্য গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ সংগঠন ‘আল্লাহর দলের’ এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার গভীর রাতে চুয়াডাঙ্গা শহরের ঝিনাইদহ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রবিউল ইসলাম টুটুল (৩৫) মেহেরপুর জেলার বুড়িপোতা গ্রামের মৃত খোদাবক্স মালিতার ছেলে।

মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ র‌্যাব-৬’র কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ নভেম্বর সংগঠনের কর্মকাণ্ডকে গতিশীল করতে চুয়াডাঙ্গার জাফরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গোপন বৈঠক করছিল নিষিদ্ধ সংগঠন ‘আল্লাহর দলের’ সক্রিয় সদস্যরা। সেখানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় রবিউল ইসলাম পালিয়ে গেলেও গতরাতে চুয়াডাঙ্গা শহরের ঝিনাইদহ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে তাকে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘যত জঙ্গি গ্রেপ্তার করেছি, একজনও মাদরাসার ছাত্র নন’
হুন্ডির মাধ্যমে তিন মাসে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেপ্তার ৫
ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
টাঙ্গাইলে ফেনসিডিলসহ চার মাদক কারবারি গ্রেপ্তার 
X
Fresh