• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

কারখানায় বয়লার বিস্ফোরণ, দেয়াল ধসে নিহত ১

সাভার প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১০ ডিসেম্বর ২০১৯, ১২:৩৯
নিহত দেয়াল সাভার
ফাইল ছবি

সাভারের আশুলিয়ায় একটি সোয়েটার কারখানার বয়লারের গ্যাস হিটার মেশিন বিস্ফোরণে দেয়াল ধসে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন।

মঙ্গলবার সকাল আটটার দিকে আশুলিয়া ইউনিয়নের গৌরীপুর খেজুর বাগান ন্যাচারাল সোয়েটার ভিলেজ লিমিটেডে এ ঘটনা ঘটে। নিহত নারী শ্রমিকের নাম রিমা খাতুন (২০)।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে হঠাৎ করে বয়লারের গ্যাস হিটার মেশিনটি বিস্ফোরণ হলে কারখানার সামনে দিয়ে হেটে যাওয়া অন্তত ১০ জন শ্রমিক আহত হন। এ সময় ঘটনাস্থলেই রিমা খাতুন নামের এক নারী শ্রমিক নিহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুইজনকে নিবির পরিচর্যা কেন্দ্র আইসিইউতে ভর্তি করা হয়েছে। তাদের দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এদিকে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় দোতলা ভবনের সিঁড়ি থেকে পড়ে রাইসা নামের দুই বছরের এক শিশু মারা গেছে।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ রিজাউল হক দিপু বলেন বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিমানবন্দরের বাউন্ডারি ভেঙে বাসচাপায় প্রকৌশলী নিহত, চালক গ্রেপ্তার 
পটিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল
ঈশ্বরদীতে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ২০
X
Fresh