• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

গাজীপুরে ইটভাটায় অভিযান, ৮ লাখ টাকা জরিমানা

গাজীপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৯ ডিসেম্বর ২০১৯, ২৩:২৭

পরিবেশ দূষণ করে ইটভাটা চালানোর দায়ে গাজীপুরের শ্রীপুরে পাঁচটি ইটভাটা গুঁড়িয়ে দেয়া হয়েছে। একই সঙ্গে ভাটাগুলোকে ৮ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার (৯ ডিসেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত লতিফপুর এলাকায় তৃতীয় দিনের মতো এই অভিযান চালায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের সমন্বিত ভ্রাম্যমাণ আদালত।

জেলা ম্যাজিস্ট্রেট চৌধুরী মুস্তাফিজুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

যেসব ইটভাটা গুঁড়িয়ে দেয়া হয়েছে সেগুলো হলো- কেবিএম ব্রিকস, এলবিএম ব্রিকস, এলবিএম ব্রিকস-২, এবিএম ব্রিকস, এবিসি ব্রিকস। এর মধ্যে কেবিএম ব্রিকসকে ২ লাখ, এলবিএম ব্রিকসকে ২ লাখ, এলবিএম ব্রিকস-২কে ২ লাখ, এবিএম ব্রিকসকে ১ লাখ ও এবিসি ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর গাজীপুরের উপ-পরিচালক আবদুস সালাম, পরিদর্শক শেখ মুজাহিদ, আব্দুর রাজ্জাক। এছাড়া আইনপ্রয়োগকারী সংস্থা হিসাবে উপস্থিত ছিল র‌্যাব-১ এর গাজীপুর ক্যাম্প সদস্য, আনসার ব্যাটালিয়ন ও শ্রীপর ফায়ার সার্ভিসের সদস্যরা।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সড়কে শৃঙ্খলা জোরদারে বিআরটিএ’র নতুন সিদ্ধান্ত
ঘোড়াঘাটে ৬ মোটরসাইকেল আরোহীকে জরিমানা
চলচ্চিত্র শিল্পীদের নির্বাচনে ভ্রাম্যমাণ আদালত (ভিডিও)
আখাউড়ায় ঈদ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
X
Fresh