• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

বিআরটিসি বাস চলাচলে বাধা দেওয়ায় নেত্রকোনায় বিক্ষোভ

নেত্রকোনা প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৯ ডিসেম্বর ২০১৯, ১৮:৪৬
বাস বিআরটিসি বিক্ষোভ
দ্বিতল বিআরটিসি বাস চলাচল বন্ধ হওয়ায় নেত্রকোনায় বিক্ষোভ

নেত্রকোনায় নতুন চালু হওয়া বিআরটিসির ১০টি দ্বিতল বাস চলাচলে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন নানা শ্রেণি-পেশার মানুষ।

সোমবার শহরের পৌরভবনের সামনের সড়কে নেত্রকোনাবাসীর ব্যানারে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়।

এর গতকাল রোববার সকালে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কে চলাচলের জন্যে বিআরটিসির ১০টি দ্বিতল বাস উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান ও জেলা প্রশাসক মঈনউল ইসলাম। পরে দুপুরের দিকে এই বাসগুলো সড়কে চলাচলে বাধা দেয় ময়মনসিংহ ও নেত্রকোনা বাসস্ট্যান্ডের একদল শ্রমিক।

সকালে মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সংসদ সদস্য হাবিবা রহমান খান, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তাহেজা বেগম, জেলা স্বেচ্চাসেবক লীগের সভাপতি মারুফ হাসান শুভ্র ও সাইফুল্লাহ এমরান।

বক্তারা বলেন, বিআরটিসির বাস চলাচলের দাবি ছিল নেত্রকোনাবাসীর দীর্ঘদিনের।এই বাসগুলো সড়কে চলতে শুরু করার সময় কিছু লোক নিজেদের স্বার্থ হাসিলের জন্যে বাধা দিচ্ছে।

এর তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, এই স্বার্থবাদীরা আবারও বাস চলাচলে বাধা দিলে নেত্রকোনাবাসী সম্মিলিতভাবে তা প্রতিহত করবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চোরাই কয়লা আনতে গিয়ে পাথরচাপায় ২ শ্রমিক নিহত
জাবিতে শিক্ষার্থী কল্যাণ ফি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল
মার্চের ১৫ দিনে রেমিট্যান্স আসেনি যেসব ব্যাংকে
সেনবাগে সড়কের বেহাল দশা, দুর্ভোগে এলাকাবাসী 
X
Fresh