logo
  • ঢাকা শুক্রবার, ২২ জানুয়ারি ২০২১, ৮ মাঘ ১৪২৭

সাড়ে চার বছর বয়সী শিশু ধর্ষণের শিকার

ধর্ষণ শিশু চকলেট
প্রতীকী ছবি
ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামে সাড়ে চার বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের শিকার শিশুটিকে বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি রাখা হয়েছে।

এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ধর্ষিত শিশুটির বাবা জানান, গতকাল রোববার দুপুরে  অন্য শিশুদের সঙ্গে তার মেয়ে খেলাধুলা করছিল। এ সময় স্থানীয় অটোচালক আবদুল হাই মল্লিক নামের এক ব্যক্তি চকলেটের লোভ দেখিয়ে তার শিশু কন্যাকে ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি তার বাবা-মাকে ঘটনাটি জানালে স্থানীয় চেয়ারম্যানের কাছে বিচার দেওয়া হয়। চেয়ারম্যান বিচার না করে উল্টো গালিগালাজ করে শিশুটির বাবা-মাকে তাড়িয়ে দেয়। যদিও ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম মজনু বিষয়টি জানেন না বলে জানান।

পরবর্তীতে শিশুটির অবস্থা খারাপের দিকে গেলে তাকে আজ সোমবার সকালে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসক জানান, শিশুটির ডাক্তারি পরীক্ষা করার পরই বিষয়টি জানা যাবে।

এদিকে, অভিযুক্ত অটোচালক আবদুল হাই মল্লিক ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

জেবি

RTV Drama
RTVPLUS