• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

শতবর্ষী গাছ ভেঙে শিক্ষার্থীসহ আহত ৫

রংপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৭ ডিসেম্বর ২০১৯, ১৭:৩৬
গাছ সড়ক আহত
হঠাৎ করে উপড়ে পড়া শতবর্ষী গাছ

রংপুরে জেলা প্রশাসকের বাসভবনের সামনে শতবর্ষী একটি গাছ সড়কে উপড়ে পড়ে শিক্ষার্থীসহ পাঁচজন আহত হয়েছেন।

শনিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় সড়কটিতে চলাচলকৃত কয়েকটি যানবাহন গাছটির নিচে চাপা পড়ে।

আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নগরীর ব্যস্ততম সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

তাৎক্ষণিক জেলা প্রশাসক আসিফ আহসান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আহতদের খোঁজ নেন।

অপরদিকে ফায়ার সার্ভিসের কর্মীদের দুই ঘণ্টার চেষ্টায় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর দেড়টার দিকে হঠাৎ করে গাছটি উপড়ে সড়কের মাঝখানে পড়ে যায়। এ সময় সড়কে থাকা রিকশা, ভ্যান, মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার গাছটির নিচে চাপা পড়ে। রিকশায় থাকা রংপুর সরকারি কলেজের দুই ছাত্রী আহত হন। এ ছাড়াও রিকশাচালক ও মোটরসাইকেল আরোহী এবং প্রাইভেটকার চালক আহত হন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে ফায়ার সার্ভিস রংপুরের সহকারী উপ-পরিচালক সামসুজ্জোহা আরটিভি অনলাইনকে জানান, গাছটির বয়স বেশি হওয়ায় হঠাৎ উপড়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা রাস্তা থেকে গাছটি সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করে।

আরো পড়ুন

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে, প্রাণ গেল কলেজছাত্রের
পটিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
ঈশ্বরদীতে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ২০
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩
X
Fresh