• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

কলেজ মাঠে কাঠমিস্ত্রীর ক্ষত-বিক্ষত লাশ

গোপালগঞ্জ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৭ ডিসেম্বর ২০১৯, ১৩:৫৮
কুপিয়ে হত্যা কাঠমিস্ত্রি
প্রতীকী ছবি

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার একটি কলেজ মাঠ থেকে এক কাঠমিস্ত্রীর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার ভোরে উপজেলার পোনা এম এ খালেক ডিগ্রি কলেজ মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম ফিরোজ মোল্লা (৪২)। তিনি

উপজেলার চর পিংগলিয়া গ্রামের আলতাফ মোল্লার ছেলে। পেশায় একজন কাঠমিস্ত্রী ছিলেন ফিরোজ।

জানা গেছে, আজ সকালে স্থানীয়রা পোনা এম এ খালেক ডিগ্রি কলেজ মাঠে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়। ঘটনাস্থল থেকে ফিরোজের ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বলেন, ফিরোজ মোল্লার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অসংখ্য চিহ্ন রয়েছে। রাতের যেকোনো সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যার পর ওই স্থানে ফেলে রেখে গেছে এমন ধারণা করা হচ্ছে। কে বা কারা কেন তাকে হত্যা করেছে তদন্তে তা বেরিয়ে আসবে বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীপুরে পৃথক স্থান থেকে গৃহবধূ ও হিজড়ার মরদেহ উদ্ধার
পুকুরে ভাসছিল শিশুর মরদেহ, টানাটানি করছিল কুকুরে!
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ৭ ডিগ্রি
যশোর অঞ্চলে তাপমাত্রা উঠতে পারে ৪২ ডিগ্রি
X
Fresh