logo
  • ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২০, ৮ মাঘ ১৪২৭

নিজের গুম হওয়ার খবর দেখে থানায় হাজির হলেন আমিনুল

রাজশাহী প্রতিনিধি, আরটিভি অনলাইন
|  ০৭ ডিসেম্বর ২০১৯, ১৩:৪৫
গুম মামলা আদালত
ফাইল ছবি
পত্রিকায় নিজের গুম হওয়ার খবর দেখে রাজশাহীর বাঘা স্বেচ্ছায় হাজির হয়েছেন শ্রমিক আমিনুল ইসলাম।

গতকাল শুক্রবার সকালে তিনি থানায় হাজির হয়ে পুলিশকে লিখিতভাবে জানান, তিনি আসলে গুম হননি, কাজে গিয়েছিলেন।         পুলিশ ও আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্ত্রীর ওপর অভিমান করে আমিনুল ইসলাম ফরিদপুরে শ্রমিকের কাজে গিয়েছিলেন। আমিনুলের স্ত্রী জালেমা বেগম গেল মঙ্গলবার তার স্বামীকে হত্যার অভিযোগে প্রতিবেশী লালু মিয়ার বিরুদ্ধে রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তালুকদার অভিযোগটি আমলে নিয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তের নির্দেশ দেন।

এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, আদালতের আদেশটি তিনি এখনও হাতে পাননি। এরইমধ্যে আমিনুল থানায় এসে বলেন, পত্রিকায় খবর বের হয়েছে তিনি গুম হয়েছেন। তিনি আসলে গুম হননি। কাজে গিয়েছিলেন।

ওসি আরও বলেন, আদালতের আদেশ তারা পাননি। এরপরও আমিনুল ইসলাম লিখিত দিয়ে যান যে তিনি গুম হননি। আদালত থেকে নির্দেশ এলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবেন।

জেবি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়