• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ঝুঁকিপূর্ণ লাইন ও নড়বড়ে সেতুতে চলছে কুড়িগ্রাম-রংপুর-ঢাকা রুটে ট্রেন (ভিডিও)

খন্দকার একরামুল হক, কুড়িগ্রাম

  ০৭ ডিসেম্বর ২০১৯, ১২:৩৯

ঝুঁকিপূর্ণ লাইন ও নড়বড়ে সেতুতে চলছে কুড়িগ্রাম-রংপুর-ঢাকা রুটে ট্রেন চলাচল। কাউনিয়া পর্যন্ত অংশে সব কয়টি রেলসেতুই ঝুঁকিপূর্ণ। লাইনের অনেক জায়গায় নেই প্রয়োজনীয় সংখ্যক নাট-বল্টু। ধীরগতিতে ট্রেন চলায় ঢাকা পৌঁছাতে চার থেকে পাঁচ ঘণ্টা বেশি সময় লাগছে। এতে অনেকই ট্রেন ভ্রমণে বিমুখ।

কুড়িগ্রাম থেকে রংপুর রুটে রমনা, উলিপুর, কুড়িগ্রাম ও কাউনিয়াসহ রয়েছে রেলের ১০টি স্টেশন। প্রতিদিন এ রুট হয়ে ঢাকায় যাতায়াত করে শত শত যাত্রী।

গুরুত্বপূর্ণ হলেও এ পথের কাউনিয়া পর্যন্ত বিভিন্ন ক্রসিংয়ে নেই গেটম্যান। পুরনো স্লিপার, ভাঙা কাঠ আর পাথরবিহিন লাইনে ঝুঁকি নিয়ে চলছে রেল। যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়।

এদিকে কুড়িগ্রাম রেল স্টেশনে সীমানা প্রাচীর না থাকায় বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করেন অনেকেই। এতে রাজস্ব হারাচ্ছে সরকার। তবে দ্রুত এসব সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন কর্মকর্তারা।

দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ লাইন ও রেলসেতুর দ্রুত সংস্কার দেখতে চান, কুড়িগ্রামবাসী।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh