• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ওয়াজ মাহফিলে গিয়ে বখাটেদের ছুরিকাঘাতে যুবক নিহত

কুষ্টিয়া প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৭ ডিসেম্বর ২০১৯, ১২:৩০
নিহত যুবক ছুরিকাঘাত
ফাইল ছবি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বখাটেদের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।

গতকাল শুক্রবার রাত ১০টার দিকে গোবিন্দপুর এলাকার ঘোষপুর জামে মসজিদ প্রাঙ্গণের পাশে এই ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মো. মান্না (২৬)। তিনি গোবিন্দপুর গ্রামের জামাল খানের ছেলে।

হত্যার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ চারজনকে আটক করেছে এবং হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।

আটককৃত হলেন, চরসাদীপুর ইউনিয়নের চরকুশাখালী গ্রামের বকুল প্রামাণিকের ছেলে তারিকুর রহমান, জলিল মণ্ডলের ছেলে মুন্না মণ্ডল, ইদ্রিস মণ্ডলের ছেলে সাগর মণ্ডল ও মুরাদ শেখের ছেলে ইব্রাহিম শেখ। এদের প্রত্যেকে বয়স ১৭ থেকে ২০ বছর। তাদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম আরটিভি অনলাইনকে জানান, গতকাল শুক্রবার রাত ১০টার দিকে ঘোষপুর জামে মসজিদ প্রাঙ্গণে ওয়াজ মাহফিল শুনতে যায় মান্না। সেখানকার একটি রাস্তায় মান্নার সঙ্গে কয়েকজন বখাটের কথা কাটাকাটি হয়। এ সময় বখাটেরা তাকে ছুরিকাঘাত করে। দ্রুত তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ সময় এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ ওই চার বখাটেকে আটক করে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অভিষেককে গোপনে বিয়ে, আত্মহত্যা করতে গিয়েছিলেন জাহ্নবী
ফেক আইডিতে প্রেম, দেখা করতে গিয়ে যুবক ধরা
দৌলতদিয়া ঘাটে পন্টুন থেকে নদীতে পড়ে যুবকের মৃত্যু
মেহেদির রং শুকানোর আগেই প্রাণ গেল প্রবাসী যুবকের
X
Fresh