• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কমিউনিটি ক্লিনিকগুলোকে স্বাস্থ্য কমপ্লেক্স করার পরিকল্পনা রয়েছে: মোরশেদ আলম (ভিডিও)

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৭ ডিসেম্বর ২০১৯, ১১:৩৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ১০টি উদ্যোগের মধ্যে কমিউনিটি ক্লিনিক একটি উদ্যোগ। এর ধারাবাহিকতায় রাস্তা-ঘাট, বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য খাতে দেশে অনেক উন্নয়ন হচ্ছে। ১৯৯৬ সালে প্রথম ক্ষমতায় এসে গ্রামপর্যায়ে সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য এ কমিউনিটি ক্লিনিক চালু করে। যার সুফল আজ দেশের মানুষ ভোগ করছে। আগামীতে এ কমিউনিটি ক্লিনিকগুলোকে স্বাস্থ্য কমপ্লেক্স এ পরিণত করার পরিকল্পনা রয়েছে। বললেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলম।

গতকাল শুক্রবার নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বজরা ইউনিয়নের বদরপুরে নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলমের স্ত্রী বিলকিস নাহারের ব্যক্তিগত অর্থায়নে এক কোটি ১০ লাখ টাকা ব্যয়ে নির্মিত মরহুম হাজি আব্দুল লতিফ কমিউনিটি ক্লিনিকের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বেঙ্গল গ্রুপ ও আরটিভির ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ উদ্যোগ সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য। তাই এই কমিউনিটি ক্লিনিক রক্ষণা-বেক্ষণের দায়িত্ব আপনাদের।

অনুষ্ঠানে বেঙ্গল গ্রুপ ও আরটিভি ব্যাবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বাবলু বলেন, এ কমিউনিটি ক্লিনিকটি দেশের একটি মডেল কমিউনিটি ক্লিনিক হিসেবে পরিচতি লাভ করবে। এ ক্লিনিকের সেবা প্রান্তিক পর্যায়ে মানুষ ভোগ করতে পারবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে গোলাম মাওলা দুলালের সভাপতিত্বে অন্যদের মধ্য উপস্থিত ছিলেন বেঙ্গল গ্রুপ ও আরটিভি পরিচালক সাইফুল আলম দিপু, পরিচালক শামছুল আলম সুমন, পরিচালক বিলকিস নাহার, জেসমিন আক্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা টিনা পাল, অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল শাহজাহান শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ফলক উন্মোচন করেন ও ফিতা কেটে নবনির্মিত হাজি আব্দুল লতিফ কমিউনিটি ক্লিনিকের শুভ উদ্বোধন করেন।

এদিকে একই উপজেলার নাটেশ্বর ইউনিয়নে মার্কেন্টাইল ব্যাংক আব্দুল জলিল শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলম। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্তদের মধ্যে বৃত্তির সনদ প্রধান করেন তিনি।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বের মহিলা প্রধানমন্ত্রীর মধ্যে শেখ হাসিনা এখন শ্রেষ্ঠ : মোরশেদ আলম
‘মানুষ যে আশা নিয়ে স্বাধীনতাযুদ্ধ করেছিল, তা আজও পূরণ হয়নি’
ভারত বিরোধিতার নাটকবাজি করে লাভ হবে না : হানিফ
দেশে ফিরছেন বিএনপি মহাসচিব
X
Fresh