পাবনা প্রতিনিধি, আরটিভি অনলাইন
আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯, ০৯:৫১
প্রেমের ফাঁদে ফেলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, আটক ১

পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার গ্রামে ৯ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আনিসুর রহমান (২০) নামের এক যুবককে আটক করেছে। তার বাড়ি উপজেলার খানমরিচ ইউনিয়নের গোপালপুর গ্রামে।
এ ঘটনায় শুক্রবার রাতে ধর্ষণের শিকার ওই ছাত্রী নিজেই বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় মামলা দায়ের করেছেন। বিষয়টি ভাঙ্গুড়া থানার পুলিশ উপ-পরিদর্শক কামরুজ্জামান নিশ্চিত করেছেন।
এ সময় তিনি বলেন, গত বৃহস্পতিবার দুপুরে আনিস মেয়েটিকে প্রেমের অভিনয় করে পাশের দিলপাশার গ্রামের এক আত্মীয়র বাড়িতে নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে। মেয়েটির চিৎকারে স্থানীয়রা এসে দুজনকেই আটক করে এবং পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ধর্ষককে আটক করেছে এবং থানায় একটি মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন
এজে