• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আটক বাংলাদেশি ১৭ জেলেকে ছেড়ে দিলো মিয়ানমার

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৬ ডিসেম্বর ২০১৯, ২১:৩৭
আটক ১৭ বাংলাদেশি জেলে ছেড়ে দিল মিয়ানমার

বঙ্গোপসাগরে মিয়ানমার নৌবাহিনীর হাতে আটক বাংলাদেশি ১৭ জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমার কর্তৃপক্ষ। মিয়ানমারে বাংলাদেশ দূতাবাসের সহায়তায় রাতে বাংলাদেশ কোস্টগার্ডের নিকট তাদের হস্তান্তর করা হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম. হামিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সময় তিনি বলেন, গতকাল রাতে সেন্টমার্টিন এলাকায় মাছ ধরতে গিয়ে বোটের ইঞ্জিল বিকল হয়ে আটকা পড়ে ১৭ বাংলাদেশি জেলে। ঢেউয়ের কারণে তাদের ফিশিং বোট মিয়ানমার সীমান্তে ঢুকে পড়ে।

এরপর বাংলাদেশি জেলেদের বোটসহ আটক করে মিয়ানমার নৌবাহিনী। বিষয়টি জানার পর উদ্ধার অভিযানের অংশ হিসেবে মিয়ানমার নৌবাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়। পরে বাংলাদেশ দূতাবাসের সহায়তায় শুক্রবার রাতে আটক বাংলাদেশি ১৭ জেলেকে হস্তান্তর করে তারা।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাধীনতা দিবসে নৌবাহিনীর জাহাজ সর্বসাধারণের জন্য উন্মুক্ত
এমভি আবদুল্লাহর ওপর সতর্ক নজর রাখছে ভারতীয় নৌবাহিনী
ডেমরার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে নৌবাহিনী
জিম্মি জাহাজ উদ্ধারে প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক নৌবাহিনী
X
Fresh