• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

উল্টো পথে বাস এসে কেড়ে নিলো পথচারীর প্রাণ

নরসিংদী প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৬ ডিসেম্বর ২০১৯, ১৪:৪৩
বাস পথচারী মৃত্যু
ফাইল ছবি

নরসিংদীর রায়পুরায় উল্টো পথে আসা যাত্রীবাহী একটি বাসের চাপায় পথচারী নিহত হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরার মরজাল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম বাদল মিয়া ভান্ডারী (৫৫)। তিনি মরজাল গ্রামের মৃত হাফেজ উদ্দিনের ছেলে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী তিতাস এক্সপ্রেস বাসটি মহাসড়কে উল্টো পথ ধরে যাচ্ছিল। সকাল সাড়ে সাতটার দিকে মরজাল বাসস্ট্যান্ড অতিক্রম করার সময় বাসটি পথচারী বাদল মিয়াকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় স্থানীয় লোকজন বাস ও এর চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন রহমান জানান, চলতিপথে বাসটির স্টিয়ারিং বিকল হয়ে হয়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। বাসচালক সালাহ উদ্দিনকে আটক করা হয়েছে। নিহত ব্যক্তির লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাজেকে পণ্যবাহী মাহেন্দ্র খাদে, চালক নিহত
নারায়ণগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট খাদে বাস, নিহত ১০  
লরি-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে আগুন, নিহত ১
X
Fresh