• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

পিরোজপুরে পাঁচ জুয়াড়ির ১৫ দিনের কারাদণ্ড

পিরোজপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৫ ডিসেম্বর ২০১৯, ১৯:০০
পিরোজপুরে পাঁচ জুয়াড়ির ১৫ দিনের কারাদণ্ড

পিরোজপুরের স্বরূপকাঠিতে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে পাঁচ জুয়াড়িকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের সেহাংগল গ্রামের মিজান হাওলাদার (৪২), মো. হানিফ (৫৫), আল আমিন (৪৫), উমর হাওলাদার (৪২) ও পরিমল মণ্ডল (৪৩)।

গতকাল বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকার আবদুল্লাহ আল মামুন বাবু এ রায় প্রদান করেন। আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে তাদেরকে পিরোজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নেছারাবাদ থানার এসআই তাজেল হোসেনের নেতৃত্বে এক দল পুলিশ উপজেলা সেহাংগল এলাকায় জুয়া খেলার সময় তাদের আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। পরে বিচারক তাদের প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড প্রদান করেন।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু হত্যা মামলায় বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড 
মেটার মুখপাত্রকে ৬ বছরের কারাদণ্ড দিলো রাশিয়া
মেলায় জুয়ার আসর বসানোকে কেন্দ্র করে কলেজছাত্র খুন, গ্রেপ্তার ১
সড়কে শৃঙ্খলা জোরদারে বিআরটিএ’র নতুন সিদ্ধান্ত
X
Fresh