• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ধর্ষক ও হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

বরগুনা প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৫ ডিসেম্বর ২০১৯, ১৮:৩৮
ধর্ষণ মানববন্ধন বিচার
ফাইল ছবি

বরগুনার বেতাগীতে প্রথম শ্রেণির ছাত্রী তামিমাকে ধর্ষণ শেষে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় বেতাগী উপজেলার মোকামিয়া বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন।

এ সময় বক্তারা বলেন, শিশু তামিমাকে নির্যাতনের পর নৃশংসভাবে হত্যা করা হয়েছে। প্রায় এক মাস পার হলেও মূল আসামিরা এখনও গ্রেপ্তার করা হয়নি।

তারা সাত দিনের আল্টিমেটাম দিয়ে বলেন, আগামী সাত দিনের মধ্যে দোষীদের গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলন করবে এলাকাবাসী।

গেল ৭ নভেম্বর সকালে বরগুনার বেতাগী উপজেলার মাছুয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থী তামিমা আক্তার স্কুলে গিয়ে আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যার দিকে পার্শ্ববর্তী একটি ডোবায় তামিমার বিভৎস্য মরদেহ পাওয়া যায়। পরের দিন আট নভেম্বর তামিমার বাবা শহিদুল ইসলাম বাদী হয়ে বেতাগী থানায় একটি হত্যা ও ধর্ষণ মামলা দায়ের করেন।

এ ঘটনায় সাব্বির ও সোহরাব হাওলাদার নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিচারপতি এম. ইনায়েতুর রহিমের মায়ের দাফন সম্পন্ন
পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে নওগাঁয় শিক্ষার্থীদের মানববন্ধন
এফআর টাওয়ারে অগ্নিকাণ্ড, পাঁচ বছরেও শেষ হয়নি বিচার
গণবিজ্ঞপ্তির আগেই বদলির প্রজ্ঞাপনের দাবিতে শিক্ষকদের মানববন্ধন
X
Fresh